ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নরসিংদীতে প্রথম করোনা রোগী শনাক্ত

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নরসিংদীতে প্রথম করোনা রোগী শনাক্ত

নরসিংদীতে প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ওই রোগী পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকার বাসিন্দা।  সে নারায়ণগঞ্জের একটি টেক্সটাইল কারখানায় সুপার ভাইজার পদে চাকরি করতেন।

সোমবার ( ৬ এপ্রিল) রাতে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই ব্যক্তি নারায়ণগঞ্জে চাকরি করেন।  করোনা উপসর্গ দেখা দেওয়ার পর দুইদিন আগে তিনি নিজেই ঢাকায় গিয়ে পরীক্ষা করান।  এতে তার করোনাভাইরাস পজেটিভ আসে।  তার শারিরীক পরিস্থিতি ভালো।  তাকে নরসিংদীতেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তির বাড়িসহ এলাকাটি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।  সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে উপস্থিত হয়ে লকডাউনের ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা আলী। ওই বাড়ির পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কেউ ওই বাড়ির আশপাশে যেতে না পারে। 

 

হানিফ/সাইফ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়