ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টাঙ্গাইলে নারায়ণগঞ্জফেরত ব্যক্তির শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে নারায়ণগঞ্জফেরত ব্যক্তির শরীরে করোনা শনাক্ত

টাঙ্গাইলে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে টাঙ্গাইলের  মির্জাপুর উপজেলায় গ্রামের বাড়িতে এসেছিলেন।

বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাতে রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান।

টাঙ্গাইলের সিভিল সার্জন বলেছেন, ওই ব্যক্তি জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে মির্জাপুরে তার গ্রামের বাড়িতে আসেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগ তার অসুস্থতার খবর জানতে পেরে গতকাল নমুনা সংগ্রহ করে।

সেই নমুনা গতকালই ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। আজ রাত ১০টার দিকে সেখান থেকে মুঠোফোনে আমাকে ওই ব্যক্তির শরীরে করোনা শনাক্ত করার কথা জানানো হয়। করোনা আক্রান্ত ব্যক্তি এখনো নিজবাড়িতেই আছেন। আগামীকাল পূর্ণাঙ্গ তথ্য পেলে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তখন বিস্তারিত জানানো হবে।

 

টাঙ্গাইল/সিফাত/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়