ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ময়মনসিংহে এপিবিএন সদস্য করোনায় আক্রান্ত, অফিস লকডাউন

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে এপিবিএন সদস্য করোনায় আক্রান্ত, অফিস লকডাউন

ময়মনসিংহের মুক্তাগাছায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে নগরীর এস কে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জেলা প্রশাসক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এক কনস্টেবল করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর বুধবার সন্ধ্যায় ৪৩৪ সদস্যসহ মুক্তাগাছা এপিবিএন অফিস লকডাউন করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক জানিয়েছেন, ময়মনসিংহ পিসিআর ল্যাবে বুধবার ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে মুক্তাগাছা এপিবিএন ক্যাম্পের এক কনস্টেবল ও জামালপুরের মাদারগঞ্জের এক ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। এ তথ্য নিশ্চিত হওয়ার পর মুক্তাগাছা এপিবিএন অফিস লকডাউন করা হয়েছে।

তিনি জানান, এপিবিএনের ওই কনস্টেবল গত মাসের শেষদিকে ঢাকা থেকে বদলি হয়ে ময়মনসিংহে আসেন।


ময়মনসিংহ/মিলন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়