ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পাবনায় আইসোলেশন থেকে পালানো ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাবনায় আইসোলেশন থেকে পালানো ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনি ৭ এপ্রিল সেখান থেকে পালিয়ে যান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তাকে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নিজ বাড়ি থেকে আটক করে সেখানেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল হোসেন জানিয়েছেন, গত ৫ এপ্রিল পাবনার বেড়া উপজেলায় শ্বশুরবাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন দিনাজপুরের হাকিমপুর উপজেলার ওই বাসিন্দা। প্রাথমিক লক্ষণ দেখে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। ৭ এপ্রিল রাতে সেখান থেকে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, পাবনা সদর থানায় করা জিডির সূত্র ধরে বৃহস্পতিবার রাতে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তাকে তার বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


পাবনা/শাহীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়