ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হবিগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনে প্রধান বাধা জনবল সংকট

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৬, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হবিগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনে প্রধান বাধা জনবল সংকট

দিনে দিনে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। তাই হবিগঞ্জে করোনা শনাক্ত করার জন্য ল্যাব স্থাপন করা প্রয়োজন। কিন্তু দক্ষ জনবলের অভাবে তা করা যাচ্ছে না।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে এখন শুধু সিলেট জেলার মানুষের নমুনা পরীক্ষা করা হচ্ছে। হবিগঞ্জসহ সিলেট বিভাগের অন্য তিন জেলার মানুষের নমুনা ঢাকায় পাঠানো হয়। এতে রিপোর্ট পেতে বিলম্ব হচ্ছে।

এদিকে, আগামী ১৮ মে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আরেকটি ল্যাব চালু হচ্ছে।

সিলেট রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান জানিয়েছেন, সিলেটের ল্যাবে দৈনিক ১৮৮টির বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। অথচ সিলেট বিভাগের চার জেলা থেকে দৈনিক প্রায় ৪০০ নমুনা সংগৃহীত হচ্ছে। তাই বর্তমানে অন্য তিনটি জেলার নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে।

হবিগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নমুনা সংগ্রহের হার ও পারিপার্শ্বিক কারণে এখানে একটি ল্যাব স্থাপনের যৌক্তিকতা রয়েছে। তবে এক্ষেত্রে প্রশিক্ষিত জনবল প্রয়োজন। জনবল সমস্যার সমাধান হলে ল্যাব স্থাপন করা সম্ভব।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, বর্তমানে হবিগঞ্জে দৈনিক শতাধিক নমুনা সংগৃহীত হচ্ছে।

 

হবিগঞ্জ/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়