ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মানিকগঞ্জে যানবাহনে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৪

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মানিকগঞ্জে যানবাহনে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৪

মানিকগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় যানবাহনে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) সকালে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকার খন্দকার মজিবুর রহমানের ছেলে মো. সুমন (৩৮), আব্দুর রহিমের ছেলে মো. দুলাল (৩৭), পোড়রা এলাকার মোশারফ হোসেন খান মিলনের ছেলে মো. নাঈম খান (২৮), হরিরামপুর উপজেলার ল্যাছড়াগঞ্জ এলাকার মৃত জামাল শেখের ছেলে মো. উজ্জ্বল শেখ (৩৭)।

মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের জরিনা কলেজ মোড় চৌরাস্তায় যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সংবাদ পেয়ে মানিকগঞ্জ সদর থানার এসআই (নিরস্ত্র) তারেক পারভেজ অন‌্য পুলিশ সদস‌্যদের নিয়ে অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১ হাজার ৯০০ টাকা এবং দুটি রশিদ বই উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে মানিকগঞ্জ পৌরসভায় যোগাযোগ করে জানা যায়, গ্রেপ্তারকৃত চারজন পৌরসভার নাম ব্যবহার করে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


মানিকগঞ্জ/আলীম/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়