ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হিলিতে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

মোসলেম উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হিলিতে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

দিনাজপুরের হিলিতে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

আজ শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা চেয়াম্যান হারুন উর রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফেউল আলম হিলি এলএসডি গোডাউনে ফিতা কেটে এই সংগ্রহ অভিযান শুরু করেন।

এসময় পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা নাজনিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান, ওসি এলএসডি জসেদ হাজদা উপস্থিত ছিলেন।

প্রথম দিন মোজাহার হোসেন বাবুল ও গোলজার হোসেন নামের দুইজন কৃষকের কাছ থেকে এক টন করে মোট দুই মেট্রিক টন ধান ক্রয়ের মধ্য দিয়ে ধান-চাল সংগ্রহ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফেউল আলম রাইজিংবিডিকে জানান, উপজেলার ১৪ হাজার কৃষক থাকলেও লটারির মাধ্যমে ১ হাজার ৩৭৩ জন কৃষকের কাছ থেকে ১ মেট্রিন টন করে মোট ১ হাজার ৩৭৩ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

 

হিলি (দিনাজপুর)/মোসলেম উদ্দিন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়