ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চট্টগ্রামের পাঁচ হাসপাতালে ২০টি ভেন্টিলেটর হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ১৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামের পাঁচ হাসপাতালে ২০টি ভেন্টিলেটর হস্তান্তর

করোনা মোকাবিলায় চট্টগ্রামের  টি. কে. গ্রুপ চট্টগ্রামের পাঁচ হাসপাতালে ২০টি ভেন্টিলেটর হস্তান্তর করেছে।

শুক্রবার (১৯ জুন) নগরীর সার্কিট হাউস মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উক্ত ভেন্টিলেটর সমূহ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

টি.কে.গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, পার্কভিউ হাসপাতাল এবং সার্জিস্কোপ হাসপাতাল সমূহকে করোনা আক্রান্ত রোগীদের সেবার উদ্দেশ্য টি. কে. গ্রুপের পক্ষ থেকে ২০টি ভেন্টিলেটর হাসপাতাল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন,      দেশের এই সংকটময় মুহূর্তে বিশেষ করে চট্টগ্রামের করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালসমূহ সেবা নিশ্চিতে এই ভেন্টিলেটর কার্যকর ভূমিকা রাখবে। টি. কে. গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের এই উদ্যোগ অন্যান্য শিল্প উদ্যোক্তাদের এই সংকটে এগিয়ে আসার ক্ষেত্রে আগ্রহী করে তুলবে।’


রেজাউল করিম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়