ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মৌলভীবাজারে ৪ এলাকা রেড জোন ও লক ডাউন ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ২২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মৌলভীবাজারে ৪ এলাকা রেড জোন ও লক ডাউন ঘোষণা

মৌলভীবাজার জেলায় করোনার সংক্রমণ হার বিবেচেনা করে কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলার কিছু এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে রেড জোন চিহিৃত এলাকাগুলোকে ২১ দিনের জন্য লক ডাউন করা হয়েছে।

এলাকাগুলো হচ্ছে কুলাউড়া পৌরসভার মাগুরা-মনসুর ও বড়মচাল ইউনিয়নের নন্দনগর। অপর দিকে শ্রীমঙ্গল পৌরসভার কালিঘাট সড়কের আধা কিলোমিটার এলাকা রেড জোন চিহিৃত করে লকডাউন করা হয়েছে।

এসব এলাকায় ফার্মেসী ও নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছাড়াও লকডাউন এলাকায় কৃষিপণ্য বহনকারী ব্যতিত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। ওই সব এলাকায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির সহায়তায় অতিদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসার।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৭ জন। রিপোর্টের অপেক্ষায় রয়েছে সাড়ে আট শত। মোট সুস্থ হয়েছেন ১১৮ জন, করোনায় মৃত্যুবরণ করেন ৪ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের।



সাইফুল্লাহ হাসান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়