ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বাগেরহাটে ৪ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত, ক্লিনিক লকডাউন

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৮, ২৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাগেরহাটে ৪ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত, ক্লিনিক লকডাউন

বাগেরহাটের চিতলমারীতে নতুন করে আরো ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চারজনই চিতলমারী শান্তি সেবা সদন নামের ক্লিনিকের স্বাস্থ্যকর্মী।

ওই ক্লিনিকটি উপজেলা প্রশাসন লকডাউন ঘোষণা করেছে। আক্রান্তদের হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২২ জুন) রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন হাসান জানান, করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ১৯ জুন (শুক্রবার) ওই ক্লিনিকের মালিক ডা. তাপস কান্তি পোদ্দারসহ ৫ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষা শেষে ২১ জুন ওই ক্লিনিকের ৪ স্বাস্থ্য কর্মীর রিপোর্ট করোনা পজেটিভ আসে।এদের মধ্যে ৩জন পুরুষ (তাদের বয়স যথাক্রমে ২২, ৩৫ ও ৩৮) ও একজন নারী (৩৬)।

এরপরই ওই ক্লিনিকটি উপজেলা প্রশাসন লকডাউন ঘোষণা করে। আক্রান্তদের হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়ার নির্দেশ দেয়।

তবে ক্লিনিকের মালিক ডা. তাপস কান্তি পোদ্দারের শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানান তিনি।

এ নিয়ে চিতলমারীতে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। এদের মধ্যে ১০ জন পুরুষ ও একজন নারী। এর আগে যারা আক্রান্ত ছিলেন তারা সবাই বাইরে থেকে চিতলমারীতে এসেছিলেন।আক্রান্তদের মধ্যে ৬ জন সুস্থ হয়েছেন। 


টুটুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়