ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্ত্রীকে দাফন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্ত্রীকে দাফন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে জোহরের নামাজের পর কবরস্থান সংলগ্ন বায়তুল মোয়াজ্জাম জামে মসজিদ প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে মন্ত্রী সবার কাছে দোয়া কামনা করে বক্তব্য রাখেন। জানাজায় ঈমামতি করেন মরহুমার ছেলে এ টি এম মাজহারুল হক তুষার।

জানাজায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ জুন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তার স্ত্রী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরলেও লায়লা আরজুমান্দ বানুর অবস্থা গুরুতর হওয়ায় তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। সোমবার (২৯ জুন) সকাল পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।

তিনি স্বামী, দুই কন্যা, এক ছেলে এবং ছয়জন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


গাজীপুর/হাসমত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়