ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পরিবেশ দূষণ: এক কারখানা সিলগালা, আরেকটিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পরিবেশ দূষণ: এক কারখানা সিলগালা, আরেকটিকে জরিমানা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পরিবেশ দূষণ করার অভিযোগে টায়ার পাইরোলাইসিস কারখানায় সিলগালা এবং ব্যাটারি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয় ওই অভিযান পরিচালনা করে।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শ্রীপুর উপজেলায় পরিবেশ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে শ্রীপুরের লক্ষণপুর এলাকার টেকরাইজ বিডি লিমিটেড নামক টায়ার পাইরোলাইসিস কারখানার দ্বারা পরিবেশ দূষণ করায় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে দূষণ প্রমাণিত হওয়ায় কারখানাটিকে সিলগালা করা হয়। এ ছাড়া একই উপজেলার আনসার রোড এলাকার চায়না লেইক ব্যাটারি (বিডি)লিমিটেড নামক লেড এসিড ব্যাটারি ফ্যাক্টরি অকার্যকর ইটিপি ও এটিপি দ্বারা পরিবেশ দূষণ করায় ওই কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং অবিলম্বে দূষণ বন্ধের নির্দেশ দেওয়া হয়।


গাজীপুর/হাসমত আলী/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়