ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কিশোরগঞ্জে করোনা চিকিৎসায় অত্যাধুনিক মেশিন স্থাপন

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১১, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কিশোরগঞ্জে করোনা চিকিৎসায় অত্যাধুনিক মেশিন স্থাপন

কিশোরগঞ্জে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্ত রোগীর তালিকা। জেলায় সর্বশেষ করোনা আক্রান্ত ২৯ জন নিয়ে মোট শনাক্ত ১৪০৭ জন। এর মধ্যে আক্রান্ত ২৪ জনের মুত‌্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৭৪৩ জন।

এ অবস্থায় করোনা আক্রান্তদের উন্নত চিকিৎসা সেবায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে স্থাপন করা হয়েছে ৪টি হাই ফ্লো নেজাল ক‌্যানুলা মেশিন।

সোমবার (২৯ জুন) রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মো. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনায় আক্রান্ত জটিল ও সংকটাপন্ন রোগীদের জীবন রক্ষায় এ মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ মেশিন দিয়ে প্রতি মিনিটে ৬০-৭০ লিটার শতভাগ অক্সিজেন রোগীকে সরবরাহ করা সম্ভব হবে। তাছাড়া করোনা আক্রান্ত রোগীদের জন‌্য এ মেশিনটি সারা বিশ্বে বহুল প্রচলিত পদ্ধতি।

মনজুরুল হক আরও জানান, জেলা করোনা কমিটির সভায় এ মেশিনটির কর্মক্ষমতার যৌক্তিকতা তুলে ধরা হয়। পরে কমিটির অনুমোদন সাপেক্ষে ১৫ লক্ষ টাকা দিয়ে চারটি হাই ফ্লো নেজাল ক‌্যানুলা মেশিন স্থাপন করা হয়।

 

কিশোরগঞ্জ/রুমন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়