ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাভারে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৪, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাভারে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

সাভারে বাসচাপায় সুরাইয়া বেগম (৪০)  নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৫ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সুরাইয়া বেগমের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার আঁটিগ্রামে। তার বাবার নাম আব্দুর সাত্তার খান। স্বামী মো. আলমের সঙ্গে সাভারের বলিয়ারপুর নগরকোন্ডা এলাকায় ভাড়া থাকতেন। তিনি সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, সকালে প্রতিদিনের মতো কারখানায় কাজে যোগ দিতে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাসস্ট্যান্ডে সড়ক পারাপারের চেষ্টা করছিলেন। এসময় রাজধানী থেকে ছেড়ে আসা অগ্রদূত পরিবহনের একটি দ্রুত গতির বাস তাকে চাপা দেয়। উদ্ধার করে সাভারের এনাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুরাইয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, নিহতের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

সাব্বির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়