ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কুষ্টিয়ায় করোনায় নতুন শনাক্ত ৩৮

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৪, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় করোনায় নতুন শনাক্ত ৩৮

কুষ্টিয়ায় নতুন করে আরো ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। 

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৬ জনে।

রোববার (৫ জুলাই) রাত সাড়ে ১০টায় কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাত সাড়ে ১০টায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে জেলার ১৯৩টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে ৩৮টি পজেটিভ রোগী শনাক্ত হয়েছে।

এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২০ জন, কুমারখালীতে ৭ জন, দৌলতপুরে ৪ জন, খোকসায় ২ জন ও ভেড়ামারাতে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে কুষ্টিয়ায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৬ জনে। উপজেলা ভিত্তিক করোনায় শনাক্ত রোগীদের মধ্যে দৌলতপুর উপজেলায় ৯৭ জন, ভেড়ামারায় ৮৭ জন, মিরপুরে ৪৪ জন, সদর উপজেলায় ৩৯৬,জন, কুমারখালীতে ৯৫ জন, খোকসায় ২৭ জন রয়েছে। এদের মধ্যে করোনা জয় করে বাড়ি ফিরেছেন ৩৩৭ জন রোগী।

এছাড়া, বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৬২ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৩৪ জন করোনা রোগী। খুলনায় চিকিৎসাধীন রয়েছেন ৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন রোগী এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৯ জন রোগী।

 

কাঞ্চন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়