ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মাদারীপুরে করোনা শনাক্ত প্রায় ১৫ শতাংশ

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মাদারীপুরে করোনা শনাক্ত প্রায় ১৫ শতাংশ

মাদারীপুরে নমুনা পরীক্ষায় এ পর্যন্ত প্রায় ১৫ শতাংশর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মাদারীপুরে গত ২৪ ঘন্টায় ১১৩টিসহ এ পর্যন্ত ৬হাজার ১৬৬টি নমুনা প্রেরণ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৫৩ জনের। এদের মধ্যে পজিটিভ শনাক্ত হয়েছেন ৮৭১ জন। অর্থাৎ শতকরা হিসাবে ১৪ দশমিক ৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সর্বশেষ রোববার (৫ জুলাই) ৩৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

রোববার পর্যন্ত মাদারীপুরে আক্রান্ত ৮৭১ জনের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ৩০৩ জন, রাজৈর উপজেলায় ২৬৩ জন, কালকিনি উপজেলায় ১৫৬ জন এবং শিবচর উপজেলায় ১৩৭ জন।

এ ছাড়া সুস্থ হয়েছেন ৪১০ জন। মারা গেছেন ১৩জন।

 

বেলাল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়