Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১১ মে ২০২১ ||  বৈশাখ ২৮ ১৪২৮ ||  ২৭ রমজান ১৪৪২

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩'শ ছাড়ালো

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩'শ ছাড়ালো

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ৫৪ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৩৯ জন হলো।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ।

তিনি জানান, সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার ল্যাবে ১৪১ টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ল্যাবে ২৭ টি নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১২ জন, নাসিরনগরে ২ জন, নবীনগরে ২১ জন, আশুগঞ্জে ৭ জন, বাঞ্ছারামপুরে ৪ জন, আখাউড়ায় ৮ জন।

জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬১ জন ও মারা গেছেন ২৩ জন। এছাড়া এখনো আইসোলেশনে রয়েছেন ৮২২ জন। এর মধ্যে জেলায় ৭৮৮ জন ও অন্য জেলাতে ৩৪ জন।


মাইনুদ্দীন রুবেল/নাসিম 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়