ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, আক্রান্ত ১৬

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৮, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, আক্রান্ত ১৬

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে ৫২ বছর বয়সী এক আইনজীবীর সহকারীর মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ‌্যা বেড়ে দাঁড়াল ৩০৫ জনে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঝালকাঠির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার আবুয়াল হাসান এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

গত ৮ দিন ধরে ওই ব‌্যক্তি বুকে ব্যাথা, শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে ঝালকাঠি জেলায় করোনা উপসর্গ নিয়ে ৩৪ জনের ও করোনায় আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়।

জেলায় নতুন আক্রান্তদের মধ‌্যে জেলা সদরে নয়জন ও রাজাপুরে সাতজন রয়েছে। এ পর্যন্ত মোট ১৫১ জন সুস্থ হয়েছে। 

 

অলোক সাহা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়