ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়া যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পরে ১০ যাত্রী আহত হয়েছেন।

রোববার সকাল ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর মৌলভীবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা বাসস্ট‌্যান্ড থেকে ঢাকা উত্তরা যাওয়ার পথে তিতাস পরিবহনের একটি যাত্রী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদের পানিতে পড়ে যায়। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার কাজে অংশ গ্রহন করেন। এসময় তারা বাসে থাকা নারী ও শিশুসহ অন্তত ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। তবে তারা সকলেই শঙ্কামুক্ত ছিলেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং হাইওয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উদ্ধার তৎপড়তা চালান।

ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে ওসি মনিরুজ্জামান দুপুর সাড়ে ১২টায় বলেন, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। আহত কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে যার যার বাড়িতে চলে গেছেন।

 

 

মাইনুদ্দীন রুবেল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়