ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুর নগরীতে ৩৩টি সিসি ক্যামেরা স্থাপন

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ৭ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুর নগরীতে ৩৩টি সিসি ক্যামেরা স্থাপন

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর নগরীর ১১টি স্পট ৩৩টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

বুধবার দুপুরে নগরীর ডিসির মোড়ে সিটি কর্পোরেশনের উদ্যোগে মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন।

যেসব স্থানে সিসি ক্যমেরা স্থাপন করা হয়েছে, সেগুলো হলো নগরীর সাত-মাথা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকা, লালবাগ, শাপলাচত্বর, ঢাকা বাসস্ট্যান্ড, সিটিবাজার, কাচারীবাজার, কেরামতিয়া মসজিদ মোড়, চেক পোস্ট, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সিটি কর্পোরেশনের সামনে। আরো কিছু গুরুত্বপূর্ণ স্থানে ৪৫টি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রসিক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেছেন, যে কোনো মূল্যে রংপুরকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে। রংপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন আজাদ, স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এ বি এম জাকির হোসেন, কাউন্সিলর ও প্যানেল মেয়র গোলাম কবীর কাজল প্রমুখ।

মেয়র তার বক্তব্যে আরো বলেন, অপরাধ করে কেউ সহজে পার পাবে না, সিসি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধীদের সহজে সনাক্ত করা যাবে এবং দ্রুত আইনের আওতায় আনা যাবে।



রাইজিংবিডি/রংপুর/৭ জুন ২০১৭/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়