ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

কচুয়ায় কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫০, ১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কচুয়ায় কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের কচুয়ায় ভ্যানযোগে বাড়ি ফেরার পথে শাহীন শেখ (২২) নামের এক কৃষককে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ৮টার দিকে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কেজি স্কুলের সামনে এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করলেও কী কারণে শাহীনকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি। রোববার শাহীনের মরদেহের ময়নাতদন্ত বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হবে।

নিহত শাহীন শেখ মঘিয়া ইউনিয়নের সহবতকাঠি গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে। শাহীন পেশায় কৃষক ও কচুয়া উপজেলা তরমুজ চাষি সমিতির সভাপতি ছিলেন।

নিহতের চাচা আব্দুল হালিম শেখ বলেন, ‘আমার ভাতিজা শাহীন শেখ পেশায় একজন কৃষক। সে শনিবার রাত ৮টার দিকে স্থানীয় বড় আন্ধারমানিক গ্রামের পঙ্গু মার্কেটে কাজ সেরে তার জমির দিনমজুর সাখাওয়াতকে সঙ্গে নিয়ে ফিরোজ শেখের ভ্যানরিকশায় চড়ে বাড়ি ফিরছিল। এ সময় সম্মানকাঠি গ্রামের কেজি স্কুলের সামনে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা ভ্যানের গতিরোধ করে শাহীনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করলে ভ্যানচালক ফিরোজ ও তার জমির দিনমজুর সাখাওয়াত ভয়ে দৌড়ে পালিয়ে যায়। দুর্বৃত্তরা শাহীনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘আমার ভাতিজা শাহীন তার নয় বিঘা জমিতে তরমুজের চাষ করেছে। সে তরমুজ চাষি সমিতির সভাপতির দায়িত্বে ছিল। সভাপতি হওয়ার পর স্থানীয় কয়েকজনের সাথে তার বিরোধ হয়।’ সেই বিরোধের জেরে এই হত্যাকাণ্ড কি না, তা তদন্ত করে দেখতে পুলিশের কাছে দাবি জানান তিনি।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুশফিকার শামস্ মেনন বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে শাহীন শেখকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। শাহীনের দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। এ ছাড়া তার শরীরের মাথাসহ বিভিন্ন স্থানে একাধিক ধারালো অস্ত্রের কোপেরও চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।’

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির বলেন, ‘পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। কৃষক শাহীন শেখকে কারা কী কারণে কুপিয়ে হত্যা করেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’



রাইজিংবিডি/বাগেরহাট/১ এপ্রিল ২০১৮/আলী আকবর টুটুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়