ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৭তম জামাত অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ১৭ জুন ২০২৪   আপডেট: ১১:১৯, ১৭ জুন ২০২৪
শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৭তম জামাত অনুষ্ঠিত

সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে ঈদুল আজহার ১৯৭তম জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) সকাল ৯টায় জামাত শুরু হয়। এতে ইমামতি করেন জেলা শহরের মার্কাজ মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান খান।

নামাজ শেষে দেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় মোনাজাত করা হয়। এদিকে, শোলাকিয়ার ঈদ জামাত ঘিরে নেওয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। র‌্যাব, পুলিশের পাশাপাশি মুসল্লিদের নিরাপত্তায় ছিল দুই প্লাটুন বিজিবি।

আরো পড়ুন:

এর আগে, সকাল থেকে মুসল্লিরা জড়ো হতে থাকেন ঈদগাহে। গাড়ি, ইজিবাইক, সাইকেলে, আবার কেউ  ঈদগাহে আসেন পায়ে হেঁটে। প্রতিবারের মতো এবারও মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ।

নামাজ শুরুর আগে মুসল্লিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও পৌর মেয়র মাহমুদ পারভেজ।

জনশ্রুতি আছে, ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’। যা এখন শোলাকিয়া নামে পরিচিত।

রুমন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়