ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টানা বৃষ্টিতে আবার ডুবলো সিলেট শহর, ঈদের আনন্দ মাটি

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ১৭ জুন ২০২৪   আপডেট: ১৪:৪৬, ১৭ জুন ২০২৪
টানা বৃষ্টিতে আবার ডুবলো সিলেট শহর, ঈদের আনন্দ মাটি

টানা বৃষ্টিতে আবার ডুবেছে সিলেট শহর। এতে নগরের অনেক স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। সোমবার (১৭ জুন) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে এমন দৃশ্য দেখা যায়। এ সময় নগরবাসী আক্ষেপ করে বলেন, বৃষ্টিতে পানি জমে ঈদের আনন্দ মাটি হয়ে গেছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী পরিচালক সজীব হোসাইন বলেন, রোববার দিবাগত রাত ২টার পর থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ১৭৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আরো পড়ুন:

নগরীর পায়রা এলাকার বাসিন্দা ও প্রকাশনা সংস্থা চৈতন্যের সত্ত্বাধিকারী রাজীব চৌধুরী বলেন, রাত সাড়ে ৩টার দিকে পায়রা এলাকার রাস্তা প্রায় তিন ফুট পানির নিচে তলিয়ে যায়। এখন কোমর সমান পানি। ঈদের দিন খুব আতঙ্ক নিয়ে এসেছে এবার।

বনকলাপাড়া এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি বলেন, যে মসজিদে ঈদের নামাজ পড়ার কথা ছিল, সেখানে পানি ঢুকে পড়ে। পরে পানি সেচে নামাজের ব্যবস্থা করা হয়।

শাহজালাল উপশহর এলাকার বাসিন্দা অধ্যাপক বাছিত ইবনে হাবিব পানির মধ্যে বাধা কোরবানির গরুর ভিডিও প্রকাশ করে বলেন, আমরা ডুবে যাচ্ছি। দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, দেখার যেন কেউ নেই।

এর আগে, গত ৮ জুন ভারী বৃষ্টিতে সিলেট শহরের শতাধিক এলাকা ডুবে যায়। তার আগে, ২ জুন রাতে কয়েক ঘণ্টার বৃষ্টিতে নগরজুড়ে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়।

নূর/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়