ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবশেষে প্রচারে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০০, ২৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবশেষে প্রচারে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী

গোপালগঞ্জ প্রতিনিধি : প্রতীক বরাদ্দের ১৫ দিন পর অবশেষে প্রচারে নেমেছেন গোপালগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।

মঙ্গলবার সকালে শহরের গেটপাড়া, কবরস্থান রোড, থানাপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। গণসংযোগ চলাকালে তার সাথে বিএনপির একাংশের কিছু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এর আগে তিনি গ্রাম এলাকায় প্রচার করেছেন বলে দাবি করলেও এলাকাবাসী ও সাংবাদিকদের তা অজানা ছিল।



অপরদিকে, গোপালগঞ্জ-১ ও গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির পক্ষে এখন পর্যন্ত কোনো প্রার্থী বা সমর্থক প্রচারে নামেনি। টাঙানো হয়নি কোনো পোস্টার ও ব্যানার।

এর আগে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর ও গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজকে অবাঞ্ছিত ঘোষণা করে নির্বাচনী প্রচারে বাধা দিয়ে প্রতিহত করার ঘোষণা দিয়েছিল জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/২৫ ডিসেম্বর ২০১৮/বাদল সাহা/সাইফুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়