RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৫ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১১ ১৪২৭ ||  ০৯ জমাদিউস সানি ১৪৪২

শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ১৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ

নাব্যতা সংকটের কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৩ অক্টোবর) রাত থেকে সোমবার দুপুরে এ সংবাদ লেখা পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি বন্ধ থাকার কারণে শিমুলিয়া ঘাটে ছোট-বড় প্রায় পাঁচ শতাধিক যানবাহন আটকে রয়েছে।

বিআইডব্লিউটিসির (অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী ফেরি চলাচল বন্ধের ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ-রুটের পদ্মায় পলি জমে নাব্যতা সৃষ্টির কারণে ফেরি চলাচলে দুর্ঘটনার আশঙ্কা থাকায় রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত সকল প্রকার ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি আরো জানান, চ্যানেলে ড্রেজিংয়ের কাজ চলছে। এ অবস্থায় কোনো ফেরি যাতে চরে আটকে না যায় বা ড্রেজার মেশিনের সাথে সংঘর্ষ না হয় সেজন‌্য ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে শিমুলিয়া ঘাটে প্রায় সাড়ে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়েছে। এর মধ্যে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংখ্যা বেশি।  কখন ফেরি চলাচল শুরু হবে তার সঠিক সময় নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান তিনি।


মুন্সীগঞ্জ/রতন/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়