ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আগুনে শেষ দুই হাজার মুরগি

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আগুনে শেষ দুই হাজার মুরগি

পিরোজপুরের কাউখালীতে মুরগিসহ একটি খামার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে । এতে প্রায় ২০০০ মুরগিসহ খামারটি পুড়ে যায় ।

খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিস গেলে ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, যৌথ ভাবে এ খামারটি গড়ে ছিলেন স্থানীয় ব্যবসায়ী জালাল ও ফরিদ। ব্যাংক ঋণ নিয়ে কিছুদিন আগে খামারের পরিসর বড় করা হয়। আজ মুরগির খামারে আগুন লেগেছে শুনতে পেয়ে তারা ছুটে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মুরগি ফার্মের মালিক জালাল ও ফরিদ জানান, মুরগির ফার্মটিতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ফার্মে থাকা প্রায় ১৮শ’ মুরগি পুড়ে যায়। এছাড়া ফার্মের পাশেই মুরগির খাবার, ডিম রাখা ছিল। সেগুলোও পুড়ে গেছে। এতে তাদের প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

প্রাথমিক ভাবে ফায়ার সার্ভিসের ধারনা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


পিরোজপুর/কুমার শুভ রায়/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়