ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

ছেলের জন্মদিনের খরচ হিজড়াদের দিলেন রাবি শিক্ষক

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ২ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছেলের জন্মদিনের খরচ হিজড়াদের দিলেন রাবি শিক্ষক

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর (হিজড়া) কথা চিন্তা করে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম ফারুক সরকার। ছেলের জন্মদিনের পুরো খরচ তিনি হিজড়াদের মাঝে বিতরণ করেছেন।

শনিবার (২ মে) দুপুরে দিনটি উপলক্ষে রাজশাহী মহানগরীর ২০ জন হিজড়াদের মাঝে ৩০০ টাকা করে বিতরণ করেন তিনি।

ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে গোলাম ফারুক সরকার বলেন, ‘দেশের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানুষদের নিয়ে আমি একটা রিসার্চ করি। যার ফলে খুব কাছ থেকে তাদের দেখেছি এবং জেনেছি। প্রতিবছর আমার একমাত্র ছেলের জন্মদিনে কিছু টাকা খরচ হয়। এবার যেহেতু কোনো প্রোগ্রাম করা যাবে না, তাই আমি ও আমার স্ত্রী ভাবলাম এই খরচের টাকাটা কী করা যায়? পরে সিদ্ধান্ত নেই, হিজড়া সম্প্রদায়ের মাঝে বিতরণ করব। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ কারো কাছে হাত পাতলেও দোকানপাট, রাস্তাঘাট ও গণপরিবহণ বন্ধ থাকায় এ সম্প্রদায়ের মানুষগুলোর হাত পাতার জায়গা নেই। তাই তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।’

রাবি শিক্ষকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রাজশাহী মহানগরীর ‘দিনের আলো’ হিজড়া সংঘের সভাপতি মোহনা মঈন বলেন, ‘ছেলের জন্মদিনের পুরো খরচ তিনি আমাদের মাঝে বিলিয়ে দিয়েছেন। অনুদানের পরিমাণ কম বা বেশি যা-ই হোক। দেশের এমন পরিস্থিতিতে আমাদের পাশে দাঁড়াতে স্যারের যে মহৎ উদ্দেশ্য, সেটিকে আমি শ্রদ্ধা জানাই।’


সাইফুর রহমান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়