ঢাকা     বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩১

চাঁদপুরে ইলিশের আকাল: অলস সময় কাটাচ্ছেন আড়তদাররা

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ৮ মে ২০২৪   আপডেট: ১২:৫৬, ৮ মে ২০২৪
চাঁদপুরে ইলিশের আকাল: অলস সময় কাটাচ্ছেন আড়তদাররা

রুপালি ইলিশের বাড়ি বলে খ্যাত চাঁদপুরে ইলিশ নেই। পদ্মা-মেঘনা নদীতে ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ইলিশের আশায় জাল ফেলেও দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। ফলে চাঁদপুরের বড় স্টেশন মাছ ঘাট ক্রেতা শূন্য হয়ে পড়েছে। এতে আলস সময় কাটাচ্ছেন আড়তদাররা।

বুধবার (৮ মে) সরেজমিনে বড় স্টেশন মাছ ঘাটে গেলে এ দৃশ্যের দেখা মেলে। আড়তদাররা জানান, দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জাল ফেললেও জেলেরা হতাশা নিয়ে ফিরছেন।

বর্তমানে চাঁদপুরে ১ কেজি ওজনের ইলিশ ২ হাজার ৩০০, ৮শ গ্রামের ইলিশ ২ হাজার এবং ৫শ গ্রামের ইলিশ ১৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাইরে।

ক্রেতারা বলছেন, চাঁদপুরের সবচেয়ে বড় মাছের বাজারে পদ্মা-মেঘনার ইলিশ নেই। নোয়াখালীর কিছু ইলিশ পাওয়া গেলেও দাম অনেক বেশি।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, ঝড়-বৃষ্টি বাড়লে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা পড়বে। তখন ক্রেতা সমাগম বাড়বে, দামও কমবে।

অমরেশ/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়