RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১৪ ১৪২৭ ||  ১১ রবিউল আউয়াল ১৪৪২

চাঁদপুরে এসপিসহ পুলিশের ৮ সদস্য করোনায় আক্রান্ত

চাঁদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চাঁদপুরে এসপিসহ পুলিশের ৮ সদস্য করোনায় আক্রান্ত

পুলিশ সুপার মাহবুবুর রহমান

চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে তিনি জানান, পুলিশ সুপার ছাড়াও জেলা পুলিশ লাইনসের সাতজনের নভেল করোনাভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬০ জন আক্রান্ত হলেন। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, পুলিশ সুপার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত হওয়ার খবরে তিনি মনোবল হারাননি।

তিনি জানান, অন্য আক্রান্ত পুলিশ সদস্যরা সকলে কনস্টেবল পদে কর্মকরত। তারাও সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের প্রতি নজর রাখা হচ্ছে, প্রয়োজন হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হবে।

 

জয়/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়