ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির কচ্ছপ

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ২৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির কচ্ছপ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির একটি কচ্ছপ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিক থেকে কচ্ছপটিকে উদ্ধার করা হয়। ডান পায়ে ক্ষত নিয়ে ভেসে আসা কচ্ছপটির ওজন প্রায় ২০ কেজি।

বালুচরের জিও টিউবের সাথে আটকে যাওয়া আহত কচ্ছপটিকে উদ্ধার করেন কুয়াকাটা সৈকতের ট্যুরিজম ব্যাবসায়ী কেএম বাচ্চু।

বাচ্চু জানান, সকালে পর্যটকশুন্য সৈকতে হাঁটছিলেন তিনি। সেসময় একটি বিশাল আকৃতির কচ্ছপকে সৈকতের জিও টিউবের পাশে বালু চরে আটকে থাকতে দেখেন। কচ্ছপটির সামনের দিকের ডান পাশের একটি পা নাই।সেখানে ক্ষত চিহ্ন রয়েছে। ট্যুরিজম ব্যবসায়ী ও সাংবাদিক আবুল হোসেন রাজু ও কেএম জহিরের সহযোগিতায় কচ্ছপটিকে উদ্ধার করে টুরিস্ট পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি।

দুপুর দুইটার দিকে কচ্ছপটিকে সমুদ্রে অবমুক্ত করা হয়।

 

ইমরান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়