ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড 

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ৩০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড 

কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবাইরচর এলাকায় খোরশেদ আলম সিএনজি ফিলিং স্টেশনে কমপ্রেসার রুমে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ড ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিস্ফোরণ ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ডুবাইরচর এলাকায় ফিলিং স্টেশনে বিস্ফোরণের পর মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে। তখন সেখানে কর্মরত ইঞ্জিনিয়ার সায়েদুল ও ম্যানেজার কামাল হোসেন বৈদ্যুতিক সুইচ বন্ধ করার চেষ্টা করেন। এতে দুজনই অগ্নিদগ্ধ হন। 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, অগ্নিদগ্ধ দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। 

ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত সাপেক্ষ বলা যাবে বলে জানান তিনি। 


 

ইমরুল/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়