ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে করোনায় মৃত্যু ২, নতুন আক্রান্ত ১১৯

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে করোনায় মৃত্যু ২, নতুন আক্রান্ত ১১৯

চট্টগ্রামে নতুন করে আরো ১১৯ জনের করোনাভাইরাসে শনাক্ত হয়েছে।  এ নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬২৫ জনে।

অপরদিকে মারা গেছেন ২ জন।  এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩৬ জনে।

বুধবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের সরকারি বেসরকারি পিসিআর ল্যাবসমূহে মোট ৬৮০ জনের নমুনা পরীক্ষা করে এই নতুন আক্রান্ত শনাক্ত হয়। 

সিভিল সার্জন দপ্তরের প্রতিবেদন থেকে জানা যায়, নগরীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২১৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১২৫ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জন এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম নগরে ৮৫ জন এবং বিভিন্ন উপজেলায় ৩৪ জন।  এরমধ্যে রয়েছেন বাঁশখালী উপজেলায় ৩ জন, পটিয়া উপজেলায় ১ জন,  রাঙ্গুনিয়া উপজেলায় ১জন, রাউজান উপজেলায় ৮ জন, ফটিকছড়ি উপজেলায় ৯ জন, হাটহাজারী উপজেলায় ৮ জন, সীতাকুণ্ড উপজেলায় ১ জন, মিরসরাই উপজেলায় ২ জন এবং সন্দ্বীপ উপজেলায় ১ জন।

চট্টগ্রাম/রেজাউল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়