ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চুয়াডাঙ্গায় বাসচাপায় নিহত ৬ 

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৯, ৮ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চুয়াডাঙ্গায় বাসচাপায় নিহত ৬ 

হাসপাতালে নিহতের স্বজনদের আহাজারি

চুয়াডাঙ্গার সদর উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ছয়জন। 

শনিবার (৮ আগস্ট) সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গাগামী রয়েল পরিবহনের একটি বাস উপজেলার সরোজগঞ্জ বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের চাপা দেয়। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, বাসটি সরোজগঞ্জ বাজার বেপোরোয়া গতিতে অতিক্রমকালে একটি আলমসাধুকে ধাক্কা এবং পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন ও জেলা সদর হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। 

নিহতরা হলেন, সদর উপজেলার খাড়াগোদা গ্রামের মৃত মাহাতাবের ছেলে মিলন (৪০),  তিতুদহ গ্রামের নুতা মিয়ার ছেলে সোহাগ (৪২), আব্দুর রহিমের ছেলে শরিফুল ইসলাম (৪৫), নিয়তের ছেলে রাজু আহমেদ (৩৯), হায়দার আলীর ছেলে কালু (৩৫) এবং বসুভান্ডারদহ গ্রামের নিতায়ের ছেলে ষষ্ঠি কুমার (৪৩)।  

ওসি জানান, আহত ছয়জনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বাসটি ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এর চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে। 
 

মামুন/বকুল  

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়