ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১০ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ৮ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
১০ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ৬টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাঙন ও দুর্ঘটনা এড়াতে গত এক মাস যাবৎ এ নৌরুটে রাতে ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। স্রোতের কারণে ফেরি নির্দিষ্ট নৌরুট থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এই নৌরুটে সকল ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি।

 

শনিবার সকালে নদীর পরিস্থিতি শান্ত হয়ে কিছুটা নিয়ন্ত্রণে এলে ৭ ফেরি, ৮৭ লঞ্চ ও তিন শতাধিক স্পিডবোটসহ সকল নৌযান চলাচল শুরু হয়। তবে ঘাট এলাকায় যানবাহনের তেমন ভিড় নেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়ছে।

এছাড়া, শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় অর্ধ শতাধিক যানবাহন রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা। 

রতন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়