ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মানিকগঞ্জে কমছে যমুনার পানি

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মানিকগঞ্জে কমছে যমুনার পানি

মানিকগঞ্জে শিবালয় উপজেলায় আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি কমছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ৬ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

রোববার (৯ আগস্ট) সকালে আরিচা পয়েন্টের গেজ রিডার মো. ফারুক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ পয়েন্টে ৯ দশমিক ৪০ সেন্টিমিটারকে বিপৎসীমা ধরা হয়ে থাকে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ পয়েন্টে ৯ দশমিক ৪২ সেন্টিমিটার অর্থাৎ বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। আজ সকাল ৬টায় এ পয়েন্টে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া, জেলার অভ্যন্তরীণ নদীগুলোর পানিও কমতে শুরু করেছে।

সাটুরিয়া উপজলার ধলেশ্বরী নদীর তিল্লী পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার পানি কমেছে। এ পয়েন্টে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টের গেজ রিডার মো. দেলোয়ার হোসেন এ সব তথ্য নিশ্চিত করেছেন।
সদর উপজেলার ধলেশ্বরী নদীর জাগীর পয়েন্টের গেজ রিডার মো. বদর উদ্দিন জানান, এ পয়েন্টে এখনও বিপৎসীমার ৩৯ সেন্টিমিাটর ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার পানি কমেছে।

ঘিওর উপজেলার কালীগঙ্গা নদীর তরা পয়েন্টের গেজ রিডার মো. রফিকুল ইসলাম জানান, এ পয়েন্টে ১১ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জাহিদুল হক/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ