ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বগুড়ায় আরও ৬৭ জন করোনায় আক্রান্ত 

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ১৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বগুড়ায় আরও ৬৭ জন করোনায় আক্রান্ত 

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেলো।

বৃহস্পতিবার (১৩ আগস্ট)বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক‌্যাল অফিসার ডা. ফারজানুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বগুড়ায় আরও ২৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে পুরুষ ৪৫ জন, নারী ও শিশু ২২ জন।

আক্রান্তদের মধ‌্যে সদরে ৪৯ জন, দুপচাঁচিয়ায় নয়জন, আদমদীঘিতে চারজন, শাজাহানপুরে চারজন ও সোনতলায় একজন রয়েছে। 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের মধ‌্যে ছয়জন শিশু, ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ৩১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৫ জন, ৫১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭০ বছরের ওপরে একজন রয়েছে।

ডা. ফারজানুল ইসলাম জানান, বগুড়ায় করোনায় আক্রান্ত ৫ হাজার ৫১৫ জনের মধ‌্যে সুস্থ হয়েছে ৪ হাজার ৩৮৭ জন, এখনও চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ছয়জন। মারা গেছে মোট ১২২ জন।        

আলমগীর/ইভা   

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়