ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পাটুরিয়া ঘাটে ৩০০ যানবাহন পারের অপেক্ষায় 

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাটুরিয়া ঘাটে ৩০০ যানবাহন পারের অপেক্ষায় 

পারের অপেক্ষায় থাকা ট্রাক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাটে শনিবার (১৫ আগস্ট) সকালে তিন শত যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। যার বেশিরভাগ পণ্যবাহী ট্রাক। 

পদ্মা নদীর তীব্র স্রোত কিছুটা কমলেও এখনো উজানের দিকে ঘুরে যেতে হচ্ছে ফেরিগুলোর। ফলে অতিরিক্ত সময় লাগছে। এছাড়া শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি পারাপার ব্যাহত হওয়ায় এ নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে বলে জানিয়েছেন ঘাট সংশ্লিষ্টরা। 

তবে ঘাটে যাত্রীবাহী যানবাহনগুলো আগে পারের সুযোগ করে দেওয়া হচ্ছে। এতে যাত্রীদের দুর্ভোগ কমলেও ঘাটে আটকে থাকছে পণ্যবাহী ট্রাক। 

সকাল সাড়ে ৭টার দিকে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির জানান, পাটুরিয়া ঘাটের আগে উথুলী সংযোগ সড়কে ৩০ থেকে ৪০টির মতো ট্রাক আটকিয়ে রাখা হয়েছে। ঘাট এলাকায় চাপ কমলে এ সব ট্রাকগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দিন রাসেল জানান, পাটুরিয়া ঘাটের দুটি টার্মিনালে পারের অপেক্ষায় ২৫০টির মতো ট্রাক রয়েছে। 

তিনি জানান, ১৬টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। তবে এখনো পদ্মায় স্রোত থাকায় ফেরি পারাপারে অতিরিক্ত সময় লাগছে।  

চন্দন/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়