RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২০ ||  আশ্বিন ১৬ ১৪২৭ ||  ১৩ সফর ১৪৪২

কুষ্টিয়ায় ঘুড়ি ওড়াতে গিয়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় ঘুড়ি ওড়াতে গিয়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে নিচে পড়ে সম্রাট (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) রাতে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

নিহত সম্রাট মিরপুর পৌরসভার জিয়া সড়কের এক বাসার ভাড়াটিয়া লিপ্টন আলীর ছেলে। স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের পিএসসি পরীক্ষার্থী ছিল সম্রাট।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবুল কালাম জানান, মিরপুরের জিয়া সড়কে বাসা ভাড়া নিয়ে বসবাস করেতেন সম্রাটের পরিবার। শুক্রবার বিকেলে পাশের একটি বাসার ছাদে প্রতিদিনের মতো ঘুড়ি ওড়াতে যায় সম্রাট। এসময় অসাবধানতাবসত ছাদ থেকে পড়ে গিয়ে মারাত্বকভাবে সে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাতে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাতেই সে মারা যায়। 

কাঞ্চন/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়