ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জয়পুরহাটে বিপুল ফেনসিডিলসহ পাথরবোঝাই ট্রাক জব্দ, আটক ৩ 

জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ২১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জয়পুরহাটে বিপুল ফেনসিডিলসহ পাথরবোঝাই ট্রাক জব্দ, আটক ৩ 

জয়পুরহাটে পাথরবোঝাই ট্রাকের মধ্যে লুকিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচারের সময় তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

শুক্রবার (২১ আগস্ট) সকালে পাঁচবিবি উপজেলার লতিহাটি এলাকায় এক ট্রাক তল্লাশি চালিয়ে  ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ।

আটক মাদক কারবারিরা হলেন—  জয়পুরহাট জেলার কালাই উপজেলার মোলামগাড়ীর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩৫), একই গ্রামের ইন্দাজুল তালুকদারের ছেলে ওবায়দুল তালুকদার (২২), দিনাজপুররের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত মজের আলীর ছেলে মাহাবুব আলী সাঈদ (৩৫)।

কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, আটক তিন মাদক কারবারি দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলেন। গোপনে খবর আসে যে, একটি পাথরবোঝাই ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল রাজধানী ঢাকাতে নিয়ে যাচ্ছেন কতিপয় মাদক কারবারি। এর ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালিয়ে ৭২৫ বোতল ফেনসিডিলসহ ট্রাকটি জব্দ করা হয়। একইসঙ্গে ওই তিন মাদক কারবারিকেও আটক করা হয়।

ক্যাম্প কমান্ডার আরও জানান, আটক তিন মাদক কারবারি দীর্ঘদিন ধরেই ফেনসিডিল বিভিন্ন উপায়ে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি রাজধানী ঢাকাতে নিয়ে গিয়ে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরেই পুলিশ তাদের খুঁজছিল। অবশেষে তারা ধরা পড়েছে।

শামীম/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়