ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পাটুরিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ৩০ আগস্ট ২০২০   আপডেট: ১১:১১, ৩০ আগস্ট ২০২০
পাটুরিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরিগুলোকে মূল চ্যানেল থেকে উজানের দিকে নিয়ে প্রায় দুই কিলোমিটার ঘুরে দৌলতদিয়া ঘাটে যেতে হচ্ছে। ফলে পাটুরিয়া প্রান্তে ৫ শতাধিক যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল ৮টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও পরিবহন পারাপার নির্বিঘ্ন রাখতে ১৬টি ফেরি চলাচল করছে। এ নৌরুটে পারের অপেক্ষায় ছোট গাড়ি ও বাস মিলে একশ থাকলেও তা পারাপার সচল রয়েছে। তবে পাটুরিয়া ঘাটের ট্রাক টার্মিনাল এলাকায় পারের অপেক্ষায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে।

শিবালয় বরংগাইল হাইওয়ে থানার ইনচার্জ বাসুদেব সিনহা জানান, ঘাট এলাকা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে পাটুরিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের চাপ এড়াতে উথুলী সংযোগ সড়কে একশো ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঘাট এলাকায় চাপ কমলে এখান থেকে সিরিয়াল অনুযায়ী ধাপে ধাপে ট্রাকগুলো পাঠানো হবে।

তবে ধামরাইয়ের বাথুলী এলাকায় আজ কোনও পণ্যবাহী ট্রাক দাঁড় করানো হয়নি বলে জানিয়েছেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। 

জাহিদুল হক/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়