ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘শিগগিরই দেশে করোনা ভ্যাকসিনের ট্রায়াল হবে’ 

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ৩১ আগস্ট ২০২০   আপডেট: ১৬:৪৪, ৩১ আগস্ট ২০২০
‘শিগগিরই দেশে করোনা ভ্যাকসিনের ট্রায়াল হবে’ 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম বলেছেন, দেশে শিগগিরই চীন থেকে আমদানিকৃত করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে।

সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় মানিকগঞ্জ ২৫০ শয‌্যা বিশিষ্ট জেলা হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোশাররফ হোসেন দেওয়ান, মানিকগঞ্জ সিভিল সার্জন আনোয়ারুল আমীন আখন্দসহ আরও অনেকে।

ডা. এ বি এম খুরশিদ আলম বলেন, ‘মানবতার সেবায় যারা স্বপ্রণোদিত হয়ে আসবে শুধু তাদের করোনা ভ্যাকসিন ট্রায়ালে সম্পৃক্ত করা হবে। জোর করে কাউকে আনা হবে না। তবে ঝুঁকি ভাতা তাদেরকে দেওয়া হবে কি না তার সিদ্ধান্ত এখনও হয়নি।’

অনুষ্ঠান শেষে ডিজি হাসপাতালের সিসিইউ, আইসিইউ ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। 

জাহিদুল হক/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়