ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ফেরি ও লঞ্চ সাবধানতার সঙ্গে চালানোর পরামর্শ বিআইডব্লিটিএর

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ২ সেপ্টেম্বর ২০২০  
ফেরি ও লঞ্চ সাবধানতার সঙ্গে চালানোর পরামর্শ বিআইডব্লিটিএর

শিমুলিয়া-কাঠালবাড়ি রুট নাব্যতা সংকট পরিস্থিতি বুধবার দুপুরে পরিদর্শন করেছেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। এসময় তিনি লৌহজং টার্নিং চ্যানেল, পদ্মা সেতুর চায়না চ্যানেল পরিদর্শন করেন ও ড্রেজিং কার্যক্রম তদারকি করেন। এসময় বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী সাইদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, ‘আমরা চেষ্টা করছি ৪/৫ দিনের মধ্যে লৌহজং টার্নিং চ্যানেলটি চালু করতে। তাহলে সব ধরনের ফেরি চালু হবে। পদ্মা সেতু যে ঝূকিপূর্ণ অবস্থায় আছে ক্রস করার জন্য । সেজন্য আমরা রাতে ফেরি বন্ধ রাখছি ও দিনে ছোট ছোট কয়েকটি ফেরি চালাচ্ছি। ফেরি মাস্টার ও লঞ্চ মাস্টারদের সাবধানতার সঙ্গে নৌযান চালাতে হবে। আগস্ট ও সেপ্টেম্বরে স্রোত বেশি, তাই পলি অনেক বেশি আসে। আমরা বিআইডব্লিউটিসির মাধ্যমে চেষ্টা করছি ছোট ফেরির সংখ্যা বাড়াতে।’

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরও বলেন, ‘আমি জনসাধারণকে অনুরোধ করবো, তারা যাতে বিকল্প রুট হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ব্যবহার করুন। কয়েকদিন কষ্ট করতে হবে। কয়েকদিনের মধ্যে সুন্দর ব্যবস্থা চালু করবো। আমরা চেষ্টা করছি নৌ পরিবহন যাতে একেবারেই বন্ধ না হয়ে যায়। ক্ষুদ্র পরিসরেও যেন চালু থাকে। বিআইডব্লিউটিএ সে লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।’

প্রসঙ্গত, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বিআইডব্লিউটিএর খননকৃত সকল চ্যানেল বন্ধ হয়ে গেছে নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে। সীমিত আকারে ছোট ৩/৪ টি ফেরিসহ লঞ্চ ও স্পিডবোটসহ বিভিন্ন নৌযান চলছে পদ্মা সেতুর চায়না চ্যানেল দিয়ে। ফেরিতে অচলাবস্থার কারণে উভয় ঘাটে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। দুর্ঘটনা এড়াতে চারদিন ধরে এ রুটে সন্ধ্যার পর ফেরি বন্ধ রাখছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।      

বেলাল রিজভী/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়