ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৪ ফেরি বিকল, পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপার ব্যাহত

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ১২ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১২:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২০
৪ ফেরি বিকল, পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপার ব্যাহত

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী চারটি ফেরি বিকল হওয়াতে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের (বাণিজ্য বিভাগ) সহকারী ব্যবস্থাপক মহীউদ্দীন রাসেল।

তিনি রাইজিংবিডিকে জানান , গত তিনদিন যাবত আমানত শাহ, বনলতা যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে রয়েছে। আজ সকালে কেতকী ও মতিউর রহমান নামের ফেরি যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেগুলোতে মেরামতে পাঠানো হয়। এর ফলে এ নৌপথে ১৯টি ফেরির মধ‌্যে আজ ১৫টি ফেরি দিয়ে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপার করা হচ্ছে।

এখানে অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও পরিবহন বাস পারাপার করা হলেও পারের অপেক্ষায় রয়েছে কয়েকশো পণ্যবাহী ট্রাক। এদিকে, শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথ বন্ধ থাকায় এ নৌপথে যানবাহনের চাপ বেড়েছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট শাখার নির্বাহী প্রকৌশলী (ইঞ্জিনিয়ারিং বিভাগ) মো. শরীফুল ইসলাম রাইজিংবিডিকে জানান, ফেরিতে যান্ত্রিক কিছু ত্রুটি দেখা দেওয়ায় এগুলো মেরামতে রয়েছে। তবে দ্রুত এসকল ফেরি এ নৌপথে চলাচল করবে।  

চন্দন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়