ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্যবসায়ীকে মারপিট: মহাদেবপুরের সেই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

নওগাঁ সংবাদদাতা   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ১৪ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৯:২৮, ১৪ সেপ্টেম্বর ২০২০
ব্যবসায়ীকে মারপিট: মহাদেবপুরের সেই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

ব্যবসায়ীকে মারপিটের ভিডিও ভাইরাল হওয়ার পর নওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ওই ছাত্রলীগ নেতার নাম রাজু আহমেদ। তিনি মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

আজ সোমবার দুপুরে ছাত্রলীগের ওই নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান। 

তিনি বলেন, ‘ছাত্রলীগের ওই নেতার বিরুদ্ধে মামলা হওয়ার পর সংগঠন থেকে গত ১০ সেপ্টেম্বর তাঁকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। তিন দিনের মধ্যে তাঁকে নোটিসের জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি তাঁর জবাব দেননি। ব্যবসায়ীকে মারধর ভিডিও ছাত্রলীগকে বিব্রত করেছে। ছাত্রলীগ নেতা-কর্মীর কোনো ধরনের অন্যায়-অপকর্ম মেনে নেওয়া হবে না।’  

গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় আরএফএল ভিগো শোরুমের স্বত্তাধিকারী সোহেল রানার দোকানে ঢুকে তাঁকে মারধর করে তুলে নিয়ে যান উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সঙ্গীরা। এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর ছাত্রলীগ নেতা রাজু আহমেদ ও নয়নসহ অজ্ঞাত আরও ৬-৭ জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় চাঁদাবাজী ও মারধরের মামলা করেন ওই ব‌্যবসায়ী। গত রোববার ব্যবসায়ী সোহেলের দোকানের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ওই ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ভিডিওতে ব্যবসায়ী সোহেলের দোকানে ঢুকে তাঁকে এলোপাথারি চর-থাপ্পড় মারছেন এক যুবক। ওই ভিডিওতে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদসহ আরও একজন দেখা যায়। আরও অনেকের কথা বলার আওয়াজ পাওয়া গেলেও তাঁদেরকে ভিডিওতে দেখা যায়নি।

ব্যবসায়ী সোহেল রানার দাবি, ‘চাঁদা চেয়ে না পেয়ে রাজু আহমেদ ও তাঁর লোকজন তাঁর দোকানে ঢুকে তাঁকে মারধর করেন এবং তাঁর দোকানের ক্যাশবাক্স থেকে নগদ দেড় লাখ টাকা, বেশ কয়েকটি স্মার্ট ফোন ও একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যান। মামলার পর আট দিন পেরিয়ে গেলেও পুলিশ রাজু ও তাঁর সঙ্গীদের গ্রেপ্তার করতে পারেনি। এখনও তাঁরা বিভিন্নভাবে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। মামলা তুলে নিতে চাপ দিচ্ছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে ছাত্রলীগ নেতা রাজু জানান, ‘আমাকে ফাঁসানো হয়েছে। আমার প্রতিদ্বন্দ্বী স্থানীয় সাংসদের ভাগিনা শাকিল আহমেদের কথামতো না চলায় আমাকে মিথ‌্যা মামলায় জড়ানো হয়েছে। ওই মারামারি সঙ্গে আমার কোন প্রকার সম্পৃক্ততা নেই।’

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মামলার পর থেকেই মামলার এজাহারে অভিযুক্ত রাজু আহমেদ ও নয়ন পলাতক রয়েছেন। তাঁদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ কে সাজু/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়