ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৫ মাস পর খুলছে ষাটগম্বুজ মসজিদ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ১৫ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২২:৫২, ১৫ সেপ্টেম্বর ২০২০
৫ মাস পর খুলছে ষাটগম্বুজ মসজিদ

ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়ার পর দীর্ঘ পাঁচ মাস পর খুলে দেওয়া হচ্ছে বাগেরহাটের ঐতিহ‌্যবাহী ষাটগম্বুজ মসজিদ।

আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব নাদিরা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্য বিধি মেনে দর্শনার্থী প্রবেশের অনুমতি দেওয়া হয়। 

এই অনুমতির ফলে ষাটগম্বুজ মসজিদ, যাদুঘরসহ সব প্রত্নস্থলে এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। তবে জেলার আরেক বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে দর্শনার্থী প্রবেশের বিষয়ে কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাগেরহাটের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস বলেন, ‘করোনা পরিস্থিতিতে এ বছরের ১৯ মার্চ থেকে আমাদের ষাটগম্বুজ, বাগেরহাট যাদুঘরসহ অন্যান্য প্রত্নস্থলগুলো বন্ধ ছিলো। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে আগামীকাল থেকে প্রত্নস্থলগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে আগের মত অনেক লোক একসঙ্গে প্রবেশ করতে দেওয়া হবে না। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।’

টুটুল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়