ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নোয়াখালীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা  

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ১৬ সেপ্টেম্বর ২০২০  
নোয়াখালীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা  

নোয়াখালীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ২৪টি প্রতিষ্ঠানকে দুইটি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা শহর ও মাইজদী বাজারসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

নোয়াখালী সদর উপজেলার কমিশনার (ভূমি ) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পেঁয়াজসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ২৩টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা ও চিংড়ি মাছে ভেজালের জন্য একটি মাছের আড়তকে ৮ হাজার টাকাসহ ২৪টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব‌্যাহত থাকবে।

এসময় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনায় সুধারাম মডেল থানার পুলিশ সহযোগিতা করে।

সুজন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়