ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা বেতন বৈষম‌্য নিরসন চান

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২০
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা বেতন বৈষম‌্য নিরসন চান

ময়মনসিংহের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ তাদের পদে বেতন বৈষম‌্য নিরসনের দাবি জানিয়েছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। শনিবার সকালে নগরীর তারেক স্মৃতি অডিটরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। 

সম্মেলনে জেলা শাখার সভাপতি পদে জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কামাল এবং মহানগর শাখার সভাপতি পদে সায়েদুল ইসলাম, সাধারণ সম্পাদক দেবজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানকে নির্বাচিত হয়েছেন।  

সম্মেলনের আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক আজহারুল হক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড.একেএম আব্দুর রফিক, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মোকছেদুল মোমেন সবুজ, এম এ হান্নান দেওয়ানী, সহ-অর্থ সম্পাদক মিজানুর রহমান।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার মন্টু। 

তৃতীয় শ্রেণির কর্মচারীরা তাদের পদ পরিবর্তন ও বেতন বৈষম্য দূরীকরণের জন্য অতিথিদের মাধ্যমে সরকারের দৃষ্টি কামনা করেন। 

মিলন/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়