ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লক্ষ্মীপুর হাসপাতালে হাইফ্লো অক্সিজেন স্থাপন

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ২৩ সেপ্টেম্বর ২০২০  
লক্ষ্মীপুর হাসপাতালে হাইফ্লো অক্সিজেন স্থাপন

লক্ষ্মীপুর সদর হাসপাতালে কোভিড-১৯ রোগীদের জন্য ৬৫ লাখ টাকা ব্যয়ে স্থাপিত হলো কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়। এর আগে সদর হাসপাতালে হাইফ্লো অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়। 

গ্রেটওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হুদার ব্যক্তিগত উদ্যোগে এটি স্থাপন করা হয়েছে। এটি স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন উৎপাদন করে এবং একই সঙ্গে ৩০ জন রোগীকে অক্সিজেন সরবরাহ করতে পারে। 

একই সঙ্গে তিনি জেলার বিভিন্ন ইউনিয়নে দুস্থদের সহায়তার জন্য জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের কাছে ৯৮ লাখ টাকার অনুদান চেক হস্তান্তর করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. আবদুল গাফ্ফার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।

ফরহাদ/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়