ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মাগুরায় ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন আটক

মাগুরা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২০  
মাগুরায় ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন আটক

মাগুরার মহম্মদপুরে ‍ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে নগদ ২২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জিয়াউর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পৌনে পাঁচটার দিকে উপজেলার নহাটা ইউনিউনিয়নের পানিঘাটা গ্রামের পলিতা ব্রিজ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। 

আটক জিয়া মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি গ্রামের মৃত তেজারত মোল্যার ছেলে।

মহম্মদপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, প্রতারক জিয়া নহাটার পানিঘাটার কবির শেখের করা একটি মামলার আসামিদের ধরিয়ে চালান করে দেবেন বলে ২২ হাজার টাকা হাতিয়ে নেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রতারণার অভিযোগ রয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, এ ঘটনায় মামলা হয়েছে।

শাহীন/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়