ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

মধ্যপাড়া খনিতে ৩ শিফটে পাথর উত্তোলন শুরু

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০২০  
মধ্যপাড়া খনিতে ৩ শিফটে পাথর উত্তোলন শুরু

দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার মধ্যপাড়া পাথরখনিতে স্বাস্থ্যবিধি মেনে তিন শিফটে পাথর উত্তোলন শুরু হয়েছে।  

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-টেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) পুরোদমে পাথর উত্তোলন করছে। খনির ব্যবস্থাপনা পরিচালক এ বি এম কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, গত মাসের প্রথম সপ্তাহ থেকে প্রথম শিফটে এবং পরে দ্বিতীয় শিফটে উৎপদান শুরু করে। আর মাসে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে পুরোদমে তিন শিফটে পাথর উত্তোলনের কাজ শুরু হয়েছে।

মোসলেম/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়